সাংবাদিক পরিচয়ে গেস্টহাউসের কক্ষে কক্ষে তল্লাশি চালানো সেই ব্যক্তির জামিন নামঞ্জুর

সাংবাদিক পরিচয়ে গেস্টহাউসের কক্ষে কক্ষে তল্লাশি চালানো সেই ব্যক্তির জামিন নামঞ্জুর
চাঁদাবাজির মামলায় জামিন পাননি হান্নান রহিম তালুকদার, যিনি সাংবাদিক পরিচয়ে গেস্টহাউসে তল্লাশি চালিয়ে বিতর্কের জন্ম দিয়েছিলেন। গতকাল বুধবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফা তার জামিন আবেদন নামঞ্জুর করেন। হান্নান রহিম তালুকদার আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের বাসিন্দা। গত সোমবার রাতে নগরের কোতোয়ালি মোড় থেকে তাকে গ্রেপ্তার করে চান্দগাঁও থানা-পুলিশ। পরদিন মঙ্গলবার আদালত তাকে কারাগারে পাঠান। চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন জানান, চান্দগাঁও থানার চাঁদাবাজির মামলায় আসামি হান্নান রহিম তালুকদারের জামিনের আবেদন করা হয়েছিল, যা আদালত নামঞ্জুর করেছেন। গত রোববার "সাংবাদিক পরিচয়ে গেস্টহাউসের কক্ষে কক্ষে তল্লাশি, দম্পতির কাছে বিয়ের প্রমাণ দাবি" শিরোনামে প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে হান্নানকে আইনের আওতায় আনার দাবি ওঠে। গত শনিবার দুপুরে হান্নান রহিম তালুকদারের ফেসবুক আইডিতে গেস্টহাউসের কক্ষে কক্ষে তল্লাশির একটি ১৫ মিনিট ৪৪ সেকেন্ডের ভিডিও আপলোড করা হয়, যা দ্রুত ভাইরাল হয়। সাংবাদিক পরিচয়ে এভাবে গেস্টহাউসের কক্ষে কক্ষে অতিথিদের নাম-পরিচয় জিজ্ঞাসা করা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। অনেকেই প্রশ্ন তোলেন, একজন সাংবাদিকের কি এমন তল্লাশি চালানোর এখতিয়ার আছে? পুলিশও জানিয়েছে, সাংবাদিকদের এমন অভিযান চালানোর কোনো এখতিয়ার নেই এবং তারা আইনগত ব্যবস্থা নেবে। হান্নান রহিম তালুকদার তার ফেসবুক আইডিতে নিজেকে 'দৈনিক চট্টগ্রাম সংবাদ'-এর সম্পাদক ও 'সিএসটিভি২৪'-এর চেয়ারম্যান হিসেবে পরিচয় দিয়েছেন। তবে এই দুটি প্রতিষ্ঠানের কোনো নিবন্ধন আছে কিনা,তা নিশ্চিত হওয়া যায়নি। এছাড়াও, তিনি ফেসবুকে নিজেকে চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য হিসেবে দাবি করলেও খোঁজ নিয়ে জানা গেছে, তিনি প্রেসক্লাবের সদস্য নন। বিভিন্ন সময়ে তিনি নগর ও জেলার বিএনপির নেতাদের সঙ্গে ছবি ও ভিডিও আপলোড করেছেন এবং নিজেকে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সদস্যসচিব পদপ্রার্থী হিসেবে পোস্টার ও ছবি পোস্ট করেছেন। পুলিশ জানিয়েছে, হান্নান রহিমের বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে। ২০০৬ সালের ৯ জানুয়ারি আনোয়ারা থানায় তার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে একটি মামলা হয়। ২০১৭ সালের ২০ এপ্রিল নগরের চান্দগাঁও থানায় তার বিরুদ্ধে মারধর, হত্যাচেষ্টা ও চুরির মামলা হয়েছিল। ২০২১ সালে চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তার বিরুদ্ধে একটি নালিশি মামলা হয়। এছাড়া ইংরেজি দৈনিক ডেইলি স্টারের সাংবাদিক এফ এম মিজানুর রহমানকে হুমকির অভিযোগে কোতোয়ালি থানায় তার বিরুদ্ধে একটি জিডি রয়েছে।

Post a Comment

Previous Post Next Post