২৪ ঘণ্টার ইসরায়েলি হামলায় গাজায় নিহত ১০৯

 

২৪ ঘণ্টার ইসরায়েলি হামলায় গাজায় নিহত  ১০৯


গাজায় ২৪ ঘণ্টার ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ১০৯

আন্তর্জাতিক ডেস্ক, ২ জুলাই ২০২৫: মার্কিন প্রেসিডেন্টের যুদ্ধবিরতির ঘোষণার আবহেই গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (১ জুলাই) গাজার বিভিন্ন স্থানে চালানো বর্বর হামলায় কমপক্ষে ১০৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। আল জাজিরাসহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো গাজার মেডিকেল সূত্রের বরাতে এই তথ্য নিশ্চিত করেছে।

প্রাপ্ত তথ্যমতে, ইসরায়েলি সামরিক বাহিনী স্থল ও আকাশপথে গাজার উত্তরাঞ্চল থেকে দক্ষিণাঞ্চল পর্যন্ত বিভিন্ন লক্ষ্যবস্তুতে একযোগে হামলা চালায়। সবচেয়ে ভয়াবহ হামলাগুলোর মধ্যে একটি চালানো হয় গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) পরিচালিত একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে। সেখানে ক্ষুধার্ত ফিলিস্তিনিরা ত্রাণের জন্য জড়ো হলে ইসরায়েলি সেনারা গুলি চালায়, এতে অন্তত ১৬ জন ত্রাণপ্রত্যাশী নিহত হন।

এছাড়াও, দক্ষিণের খান ইউনুস শহরের আল-মাওয়াসি এলাকায় আল-জানাতি পরিবারের বাড়ি লক্ষ্য করে চালানো বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। মধ্য গাজার নুসাইরাত এবং আল-মাগাজি শরণার্থী শিবিরেও হামলা চালানো হয়। আল-মাগাজিতে জাতিসংঘের পরিচালিত একটি স্কুলে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত পরিবারের ওপর হামলায় বেশ কয়েকজন হতাহত হন।

গাজা সিটির উত্তরে, যেখান থেকে সম্প্রতি বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল, সেখানেও নতুন করে হামলা চালানো হয়। স্থানীয় সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, একটি ইসরায়েলি কোয়াডকপ্টার ড্রোনের হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন।

জাতিসংঘের তথ্যমতে, গাজার প্রায় ৮২ শতাংশ এলাকা বর্তমানে হয় ইসরায়েলি সেনা নিয়ন্ত্রিত অথবা জোরপূর্বক বাস্তুচ্যুতির হুমকির মুখে রয়েছে, যা বেসামরিক নাগরিকদের জন্য কোথাও নিরাপদ আশ্রয় না থাকার ভয়াবহ বাস্তবতা তুলে ধরেছে।

এদিকে, ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, তারা গত ২৪ ঘণ্টায় গাজায় ১৪০টিরও বেশি ‘সন্ত্রাসী লক্ষ্যবস্তু’ এবং ‘সশস্ত্র যোদ্ধাদের’ ওপর হামলা চালিয়েছে। তবে ফিলিস্তিনি সূত্রগুলো বলছে, নিহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক, যাদের মধ্যে নারী, শিশু এবং আশ্রয়ের সন্ধানে থাকা সাধারণ মানুষও রয়েছেন। এই হত্যাকাণ্ড এমন এক সময়ে ঘটলো যখন যুক্তরাষ্ট্র ৬০ দিনের একটি যুদ্ধবিরতিতে ইসরায়েলের সম্মতির কথা জানাচ্ছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

Post a Comment

Previous Post Next Post